মনে রেখো

 

- সুফিয়া শেখ

মনে রেখো, প্রভাত ভালোবাসার ফিসফিস। কোয়েল পাখিরা ভোরের আগমনের গান গায়।      

 মনে রেখো, সেই ট্রেনের শিসের গান গেয়ে যায় এখনো কয়লার ভাণ্ডার।যেভাবে চুলাই ফুটছে আমাদের প্রিয় চা, জ্বলছে আবেগে মনে তোমার স্মৃতিগুলো।

 আপনার প্রিয়জনের চিঠি হিসেবে তুমি খবরের কাগজ পড়ো, খুঁজে নিও আমার কথা। 

মনে আছে প্রিয়তম? পাকা আমের গন্ধে গ্রীষ্মের সুগন্ধি বাতাস, ওগুলো ছিল আমার চুম্বন।

বৃষ্টির বিকেলে, ছাদে-ফোঁটাতে টিপ-টিপ করে বকবক করে।তোমার চোখের ছাত্র বজ্রপাতে প্রসারিত হয়, আমি তোমার চোখের আয়না তে আমার অন্তরে তাকাই।

 নীরব রাতের প্রশান্তি ঘোষণা করছে ক্রিকেটের কিচিরমিচির, অনেক চাঁদ আগে আমরা তার আলোই ঘুরে বেড়াতাম ।

তারকাগুলো আর দেখা যায় না, উজ্জ্বল করে না আমাদের পথ আগের মতো। 

ঠোঁট ছুঁয়েছে জোয়ার, সেই ঘাটের পাথর        যেখানে দেখা হয়েছিল 

ঠিক সেই জোয়ারের মতো আবার প্রিয়, আমার আনন্দের আলিঙ্গনে ফিরে আসতে থেকো।

-প্রিয় কোলকাতা।


(Unsatisfactory translation)

Do remember,

The early morning whispers of love,

As Koel bird sings to us the arrival of dawn.

Do remember the train whistling away the coal stocks,

As the stove brews our favourite tea,

 my beloved.

Read about me in those pages you flipped every morning,

as letters from your beloved. 

Do you remember beloved? the ripe mango aromated breeze, 

those were my kisses beloved. 

On rainy afternoons, as the roofs chattered with its droplets,

As your pupils dilated to the sudden thunderstorms, 

I gaze at myself from those mirroring, deeply in love eyes of yours. 

The crickets had announced the calmness of that silent night, many moons ago!

On that night we had wandered.

Those stars we gazed? aren't visible anymore, 

nor do the fireflies light the way like before.

        But beloved, the Ganges still flows !              As its lips touch the stones of our ghats, where we used to meet. 

          Just like those tides my beloved,               keep coming back to my embraces of Joy.

- Beloved Kolkata 

Comments

Popular Posts